জন্মভূমি

জন্মভূমি লেখকঃসৈয়দ শাহনুর আহমেদ   সুন্দর তুমি ওগো রয়েছ দাঁড়িয়ে সুদৃশ্য বহতা বাহু এঁকে, অপরূপ মালতী বিতান যেন স্রোতসীর লহরী বেঁকে। শৈত্য দার্জিলিং এর উঁচু হিমালয় ছোঁয়া বাষ্প এসে তোমার লাজুক তুলসী পাতায় মিহি শিশির হয়ে বসে।   ধ্রুব আকাশে বিকশিত গতিহীন তারার মৃদু আলোয় আঁধার ঘন রাতে জোনাকিরা তাতে উড়ছে ভেবে নিলয়। ঝরনার ঝলকানো অযুত বালুকণার ঐশী ঝলমল পানি, তোমার দৃশ্যে হতবাক হয় বেবাক বিশ্ব, দীপ্ত অনুপমে জানি।   হিমছড়ি পাহাড় চূড়ার আঁকা সৌষ্ঠব মনোহর গিরিতট ইনানী সাগরে সূর্যাস্তের সময় বিশ্ব ডোবার সহসা অকপট। অপরিমিত জীবন প্রীতিময় করে তুলে … Continue reading জন্মভূমি